/anm-bengali/media/media_files/0876HbZKvBhm8imudzkE.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঝড়-বৃষ্টি ও ধসের দুর্যোগ পেরিয়ে ফের শান্ত হচ্ছে রাজ্যের আবহাওয়া। কলকাতার আকাশ এখন অনেকটাই পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গ এখনও বিপর্যস্ত। পার্বত্য বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং ও মিরিক-সহ একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল ও ভুটানের দিক থেকে নেমে আসা অতিবৃষ্টির জলে বানভাসী হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ নীচু এলাকার বিস্তীর্ণ অঞ্চল।
তবে আপাতত স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা ও আশপাশের জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে জনজীবনে প্রভাব ফেলবে এমন ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দুপুরের দিকে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।
উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য এখনও পর্যন্ত কোনও নতুন সতর্কতা জারি হয়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/17/1000205642-491962.jpg)
অন্যদিকে, উত্তরবঙ্গে ধসের জেরে এখনও পর্যন্ত বহু এলাকায় রাস্তা ভেঙে রয়েছে। নদীর জলস্তর কিছুটা কমলেও এখনও তা স্বাভাবিকের উপরে। ফলে ফের বৃষ্টি নামলে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন।
তবে হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে মঙ্গলবার দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বর্ষণের কোনও আশঙ্কা নেই।
অতএব, আপাতত রাজ্যের দুই বাংলাতেই দুর্যোগের পর সামান্য হলেও ফিরছে স্বস্তি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us