/anm-bengali/media/media_files/2025/10/06/mirik-landslide-2025-10-06-12-35-30.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়-সমতল মিলিয়ে একাধিক জেলায় ধস, ভাঙন, বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮-এ। ইতিমধ্যেই বহু পর্যটক আটকে পড়েছেন দুর্গত এলাকায়। আজ উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার রাতভর বৃষ্টি চললেও সোমবার সকালে রোদ উঠেছে। ঝকঝকে আকাশ থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ফলে ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তবে ক্ষয়ক্ষতির তালিকা ভয়াবহ। শুধু দার্জিলিং জেলাতেই মৃত ২৩ জন। মিরিকে ১১ জন, মানেভঞ্জনে ৫ জন, নাগরাকাটায় ৫ জন, সুখিয়াপোখরিতে ২ জন, দার্জিলিং সদরে ১ জন এবং জোড়বাংলোয় ৪ জনের প্রাণহানির খবর মিলেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/06/1687564120_new-project-8-2025-10-06-10-49-54.jpg)
বিপর্যয়ের জেরে বহু পর্যটক পাহাড়ে আটকে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আগেই তাঁদের হোটেলে থাকার অনুরোধ করেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যাতে হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া না নেন। ইতিমধ্যেই খুলে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH10), দার্জিলিং-কালিম্পংয়ের রাস্তা, হিলকার্ট রোড এবং পাঙ্খাবাড়ি রোড। পর্যটকদের এই রাস্তা দিয়েই নামতে বলা হয়েছে। তবে রোলিংয়ের রাস্তা এখনও বন্ধ। পুলিশের পরামর্শ, পাহাড়ে যাতায়াতের সময় পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে হবে, কারণ যানজটের আশঙ্কা রয়েছে।
রাজনৈতিক মহল মনে করছে, মুখ্যমন্ত্রীর এই সফর দুর্গত মানুষকে স্বস্তি দেবে এবং প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us