New Update
/anm-bengali/media/media_files/VCtUuviLBsCxlft1ydq7.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গি পরিস্থিতি কমেও কি কমছে না? তবে কি ভাইরোলজিস্টদের আশঙ্কায় সত্যি হতে চলেছে? শীতের আগে বিদায় নেবে না ডেঙ্গি? এরকম একাধিক প্রশ্ন এখন উঠতেই পারে। কেননা ডেঙ্গি সংক্রমণে ফের এক নম্বরে উঠে এসেছে উত্তর ২৪ পরগণা।
জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। ৫ অক্টোবর পর্যন্ত, জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৭০৫ জন। এই পরিস্থিতিতে গতকাল বনগাঁয় এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি। কিন্তু ডেঙ্গি নির্মূলের পথ কি, তা এখন রীতিমতো ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us