/anm-bengali/media/media_files/OLl2qZO2dDj9ij5j346f.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ISF এর শক্ত ঘাঁটি বলে পরিচিত ভাঙড়,গতকাল থেকে মনোনয়নকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। সেই আবহে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করে বামেরা ও ISF। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ নং ব্লক বিডিও অফিসে মিছিল করে একযোগে মনোনয়ন জমা দিল ISF-সিপিআইএম। চন্দ্রকোনা শহরের গাজীপুরে সিপিআইএমের দলীয় কার্য্যালয় থেকে একসাথে মিছিল করে মনোনয়ন জমা দিতে দেখা গেলISF-সিপিআইএমকে। মিছিলে সিপিআইএমের লাল ঝান্ডার সাথে ISF এর দলীয় পতাকা হাতে ISF এর নেতা কর্মীদের হাঁটতে দেখা যায়।চন্দ্রকোনা-২ নং ব্লকে বামেদের পাশাপাশি বেশকয়েকটি আসনে প্রার্থী দেবে ISF, এমনটাই জানা যায়। মনোনয়ন জমা দেওয়ার সময় যাতে কোনো বাধার মুখে পড়তে না হয় তাই বাম-ISF জোট বেঁধে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন পেশ বলে জানা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us