New Update
/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের ৬ আসনে হয়েছে বিধানসভা উপনির্বাচন। ৬ টি আসনেই ফের জয়ের ক্ষেত্রে আশাবাদী তৃণমূল। মানুষের পাশে থাকার এবং জনসেবাই তাদের সাফল্য এনে দেবেন বলে মনে করছেন কুণাল ঘোষ। তবে এবার তিনি সোজা নিশানা করেছেন বাম নেতৃত্বকে।
/anm-bengali/media/media_files/vFmAbEuPJI2O07LhNXq7.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "ছ'টি বিধানসভা উপনির্বাচনে জিতব বলার মুরোদ ওদের নেই, জানি। কিন্তু, সিপিএমের কি এমন একজনও ফেস বুক বাতেলাবাজ নেই যে একটা পোস্ট করে বলবে অন্তত দ্বিতীয় হবো? ওরা কি তৃতীয় বা চতুর্থে নিশ্চিত? নেই? কেউ নেই? অন্তত দ্বিতীয় হবো বলার আত্মবিশ্বাসটুকও নেই???? কমরেড, বাতেলা দিন, গাল দিন, পুরনো ভিডিও দিন, সব করুন। কিন্তু অন্তত দ্বিতীয় হব, এটা বলার মত কি কেউ নেই???????????? ও কমরেড...."
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us