New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মালদায় বিজেপি কর্মী বুরন মুর্মু খুনের ঘটনায় চাঞ্চল্যতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার মালদার স্থানীয় বিজেপি নেত্রী তথা জেলা পরিষদের পরাজিত প্রার্থীর ভিন্ন রূপ দেখা গেল। মৃত বুরন মুর্মুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় পুলিশ অফিসারের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিনি। তিনি কাতর ভাবে পুলিশ অফিসারকে আর্তি জানালেন যেনও এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করা হয়, আর যেনও কোনও প্রাণ না যায়, কোনও বিজেপির কর্মীকে যেনও ফাঁসানো না হয়। তবে পুলিশ অফিসারের তরফে সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us