আর নয় চুপ! মোদীর অপমানে এবার কালনার রাজপথে বিজেপি

মোদীকে অপমান, বিক্ষোভ বিজেপির।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
2b8278c2-17a8-4545-b38a-609df3abee2c

নিজস্ব সংবাদদাতা: গত ১৮ জুলাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসেন এবং বাংলার হীতে প্রায় ৫,৪০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। দুর্গাপুরে অনুষ্ঠিত হওয়া এই সভায় হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে ভালোবেসে জড়ো হন। তবে ওই একই দিনে পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগ ও ব্লক সভাপতি প্রণব রায় তাদের অনুগামীদের নিয়ে বৈদ্যপুর রথতলায় মিছিল করেন এবং দেশ তথা বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কুশপুত্তলিকা আগুনে ভষ্মীভূত করেন। যার জেরে কালনার রাজনীতিতে শোরগোল তৈরি হয়।

এবার এর প্রতিবাদে এক সপ্তাহের মাথায় কালনায় রাজপথে নামল বিজেপি। ভারতীয় জনতা পার্টির কালনা বিধানসভার আহ্বানে একটি প্রতিবাদ তথা ধিক্কার মিছিল করা হয় কালনার শিরিষতলা থেকে বৈদ্যপুর রথতলা পর্যন্ত। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু মহাশয়া এবং বিভাগ বুথ সশক্তিকরণ কনভেনার ও প্রাক্তন জেলা সভাপতি গোপাল চ্যাটার্জি মহাশয় সহ জেলা সহ-সভানেত্রী মৌসুমী মন্ডল, কালনা বিধানসভার ইনচার্জ সীমা ভট্টাচার্য এবং জেলা জয়েন্ট অফিস সেক্রেটারি শিশির রায় প্রমুখরা। 

এছাড়াও এই প্রতিবাদ মিছিলে নেতৃত্বদান করেন কালনা-১ মন্ডল সভাপতি পার্থপ্রতিম তাঁ, কালনা-২ মন্ডল সভাপতি সব্যসাচী ব্যানার্জি, কালনা-৩ মন্ডল সভাপতি সমীরণ হাওলাদার, কালনা-৪ মন্ডল সভাপতি গৌর মন্ডল এবং কালনা-৫ মন্ডল সভানেত্রী ডালিয়া সূত্রধর।

এই প্রতিবাদ মিছিলে কালনা-৪ মন্ডল সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে শতাধিক মানুষ অংশগ্ৰহণ করেন। এছাড়াও কালনার প্রতিটি মন্ডল প্রধানের নেতৃত্বেই মানুষ মোদীজির অপমানের প্রতিবাদে একজোট হন এবং শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠে মিছিলে পা মেলান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বদের গলায় উঠে আসে তৃণমূলের শাসন আমলে ঘটে চলা বিভিন্ন দুর্নীতি, ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থা সহ রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিকরণের বিষয়ে প্রতিবাদ। সবশেষে কালনার বৈদ্যপুর রথতলায় জ্বালানো হয় মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা।

New Project (3)

এই প্রতিবাদ মিছিল থেকে কালনা-৪ নম্বর মন্ডলের সভাপতি গৌর মন্ডল বলেন, "ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অপমান হলে বিজেপির কর্মকর্তারা কখনোই মেনে নেবে না। যার প্রতিবাদে বিজেপি পথে নেমেছে এবং মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আগামী ২৬-এর নির্বাচনে এই সরকারকে বিসর্জন দিতে হবে এবং রাষ্ট্রবাদী সরকারের প্রতিষ্ঠা করতে হবে"। মমতা ব্যানার্জির সরকারের আমলে বাংলায় সনাতনীরা বিপন্নে, স্পষ্ট বার্তা গৌর মন্ডলের।

এছাড়াও কাটোয়া সাংগঠনিক  জেলা বিজেপির জয়েন্ট অফিস সেক্রেটারি শিশির রায় বলেন, "গত শুক্রবার কালনার বৈদ্যপুর রথতলায় বিধায়ক দেবপ্রসাদ বাগ এবং কালনা-২ ব্লকের টিএমসি সভাপতি প্রণব রায় মোদীজির কুশপুত্তলিকা ভস্মীভূত করেন। তারই প্রতিবাদে একই স্থানে আমরা প্রতিবাদ করলাম"। দেবপ্রসাদ বাগ ও প্রণব রায় যদি ক্ষমা না চান আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বছর ঘুরলেই বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে ভয় মুক্ত করে সুষ্ঠভাবে পরিচালনা করার লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য জুড়ে কাজ শুরু করেছে বঙ্গ বিজেপি। এবার কালনায় বিজেপি এই প্রতিবাদ মিছিল থেকে স্পষ্ট করে দিল, আর চুপ নয়- এবার ঢিলের বদলা হবে পাটকেল।