নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের আগামী দিনের রুপরেখা ও সাংগঠনিক পর্যালোচনায় বৈঠকে সিপিএমের পঞ্চায়েত সদস্যা যোগ দিলেন তৃণমূলে।
/anm-bengali/media/media_files/eIuGbVIgSj6Vwvfua0WY.jpeg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্দশে আদর্শিত হয়ে ব্লকের দলীয় নেতৃত্বের উপস্থিতিতে, উন্নয়নের জোয়ারের শামিল হতে জোড়াফুলের পতাকা হাতে তুলে লিলেন ২ নং ভরতপুর অঞ্চলের সিপিএম পঞ্চায়েত সদস্যা হাফেজা খাতুন।
/anm-bengali/media/media_files/5ErL7JKY2lN9NMFg0zJn.jpeg)
হাফেজা খাতুনের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু সহ অনান্যরা।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)