নবম স্থানাধিকারী অঙ্কুশ, বাড়িতে আজ খুশির মরশুম

আপ্লুত ঘরের সদস্যরা প্রত্যেকেই। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-02 at 16.07.08

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার কৃতী ছেলে অঙ্কুশ জানা। এবছরের মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে সে। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির পড়ুয়া অঙ্কুশ। অঙ্কুশের প্রাপ্ত নম্বর ৬৮৭। অঙ্কুশের এই সাফল্যে খুশি তাঁর বাবা-মা। এদিন সকাল থেকেই তাঁদের বাড়িতে, কেউ বা ফোনে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন। কৃতী ছেলেকে এদিন মিষ্টিমুখ করিয়ে দেন তারা মা-বাবা। আপ্লুত ঘরের সদস্যরা প্রত্যেকেই।