New Update
/anm-bengali/media/media_files/WYmAtiC1ZGTu2LxjgGqk.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : নবালিকা গর্ভবতী! রাজ্যের স্থান দ্বিতীয়। এবার শাসকদলকে খোঁচা দিয়ে পোস্ট বিজেপির। রাজ্যে গর্ভবতীদের ১৯ শতাংশই নাবালিকা বলে উল্লেখ করে সচেতনতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির পোস্টে লেখা হয়েছে, ''নাবালিকা গর্ভবতীর সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ! এগিয়ে বাংলা! না, উন্নয়নে নয়, নারী নির্যাতনে নারী অসুরক্ষায়।''
নাবালিকা গর্ভবতীর সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ!
— BJP West Bengal (@BJP4Bengal) October 17, 2023
এগিয়ে বাংলা! না, উন্নয়নে নয়, নারী নির্যাতনে নারী অসুরক্ষায়। pic.twitter.com/LLrnHOMQZI
/anm-bengali/media/post_attachments/tC5RMEIERgxfbYQab8cq.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us