মেধা তালিকায় এবারও পশ্চিম মেদিনীপুরের ৯ পড়ুয়া

সারদা বিদ্যামন্দিরের-ই দেবশঙ্কর সাঁতরা এবং শিবেন্দু বেরা যথাক্রমে সপ্তম স্থান অধিকার করেছেন। দেবশঙ্কর শালবনীর বেঁউচা গ্রামের বাসিন্দা এবং শিবেন্দু মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ediniopur

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : নজিরবিহীন ভাবে এবার সাফল্যের চূড়ায় অবস্থান করছে জেলা শহর মেদিনীপুরের উপকণ্ঠে অবস্থিত সারদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়। একটি বেসরকারি সংস্থা পরিচালিত (সংঘ পরিচালিত) এই স্কুলের ৪ জন পড়ুয়া মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। পঞ্চম স্থানে আছেন শহরের আবাস সংলগ্ন সাহা মাঠের বাসিন্দা সুপ্রভ আদক। প্রাপ্ত নম্বর ৬৮৮। সারদা বিদ্যামন্দিরের-ই দেবশঙ্কর সঁতরা এবং শিবেন্দু বেরা যথাক্রমে সপ্তম স্থান অধিকার করেছেন। দেবশঙ্কর শালবনীর বেঁউচা গ্রামের বাসিন্দা এবং শিবেন্দু মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা। অন্যদিকে, তালিকায় দশম স্থান অধিকার করেছেন সারদা বিদ্যামন্দিরের ময়ূখ পাত্র। ময়ূখ মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরের বাসিন্দা। এছাড়াও, মেদিনীপুর শহরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ৩ জন পড়ুয়া জায়গা করে নিয়েছেন মেধাতালিকায়। এরা হলেন যথাক্রমে- বীরেশ ঘোষ (ধরমপুর, শিরোমণি, বর্ণময় বারিক (নিশ্চিন্দিপুর, ঘাটাল) ও সাগ্নিক রায় (মেদিনীপুর শহরের গান্ধীঘাট)। তিনজনই ৬৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছেন। এছাড়াও, দাঁতন হাই স্কুলের ছাত্র সমুদ্র দত্ত নবম স্থান অধিকার করেছেন। প্রাপ্ত নম্বর ৬৮৪। বৈতা মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবব্রত দাস-ও মেধা তালিকায় নবম স্থান (৬৮৪) অধিকার করেছেন।