ঝালদায় মণীশরঞ্জনের বাড়িতে NIA

হামলা নিয়ে বিস্তারিত জানতে চাইবেন তদন্তকারীরা!

author-image
Jaita Chowdhury
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা: আইবিতে কর্মরত ছিলেন মণীশরঞ্জন মিশ্র। পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় তাঁর। এবার ঝালদায় তাঁর বাড়িতে পৌঁছে গেল NIA। জানা গিয়েছে, কীভাবে হামলা, ঠিক কী হয়েছিল সেদিন, এই সব বিষয়েই জানতে চাইবেন তদন্তকারীরা।

Nia