আংশিক ভাবে চালু হল জাতীয় সড়ক ১০

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আংশিক ভাবে চালু হল জাতীয় সড়ক ১০।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-08 at 7.19.41 AM

NH 10

নিজস্ব সংবাদদাতা : অবশেষে টানা চারদিন বন্ধ থাকার পর ফের আংশিকভাবে চালু হল বাংলা-সিকিম সংযোগের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শ্বেতীঝোরা থেকে শুরু হয় একমুখী যান চলাচল। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণকারী সংস্থা NHIDCL।

highway.jpg