একাধিক থানায় রদবদল, নিয়োগ হচ্ছেন নতুন ওসি

বেশ কয়েকদিন আগে হঠাৎ করেই পিংলা থানার ওসি প্রশান্ত কীর্তনিয়াকে পুলিশ লাইনে ডেকে নেওয়া হয় ৷ তারপর বেশ কয়েক দিন কেটে গিয়েছিল ৷ অবশেষে শনিবার সন্ধ্যায় পিংলা থানার নতুন ওসির নাম প্রকাশ করা হল।

author-image
Pritam Santra
New Update
police

নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন আগে হঠাৎ করেই পিংলা থানার ওসি প্রশান্ত কীর্তনিয়াকে পুলিশ লাইনে ডেকে নেওয়া হয় ৷ তারপর বেশ কয়েক দিন কেটে গিয়েছিল ৷ অবশেষে শনিবার সন্ধ্যায় পিংলা থানার নতুন ওসির নাম প্রকাশ করা হল। শুভঙ্কর রায় এর আগে গুড়গুড়িপাল থানার ওসি ছিলেন। তারপর তিনি ওসি এসওজি পশ্চিম মেদিনীপুর ছিলেন। তারপর পিংলা থানাতে ওসি হিসাবে যোগদানের নির্দেশ। শনিবার রাতেই তাকে পিংলার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

police

অপর দিকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম পুলিশ কর্মী, দীর্ঘদিন বিভিন্ন থানায় ওসি ছিলেন এসআই প্রণব সেনাপতি। তাকে দেওয়া হল কেশিয়াড়ী থানায় পোস্টিং দেওয়া হয়েছে৷ বর্তমানে ইন্সপেক্টর ট্রেনিং শেষ করেছেন। ডিজি বোর্ড হলেই প্রোমোশান হয়ে যাবে। পাশাপাশি পুলিশ লাইনে ছিলেন সুকদেব মাইতি, তাকে পাঠানো হল কেশপুরে। অপরদিকে ওসি এসওজি করা হল প্রত্যয় দাসকে। জরুরি ভিত্তিতে চন্দ্রকোনা টাউন থানায় আছেন ইন্সপেক্টর পদাধিকারী এক অফিসার। পাশাপাশি ইমার্জেন্সি পিরিয়ডে ডেবরা সিআই হিসাবে দায়িত্বে আছেন আরও এক ইন্সপেক্টর রপর্যায়ের অফিসার। আগামীতে পার্মানেন্ট পোস্টিংয়ের অর্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক থানার ওসি ও পুলিশ কর্মীদের রদবদলের সম্ভাবনা রয়েছে বলে খবর।