/anm-bengali/media/media_files/2025/12/10/whatsapp-image-2025-12-10-2025-12-10-14-42-25.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জমির ফসলের পাশাপাশি ব্যাপক হারে বেড়েছে মানুষের মৃত্যুর সংখ্যাও। হাতি এবং মানুষের সংঘাত এড়াতে এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছিল বনদপ্তর। তবে সেগুলি ছিল দিনের আলোয়। অন্ধকার হলেই হারিয়ে যেত হাতিদের গতিবিধি। হাতির দল হামলা চালাত লোকালয়ে। এবার রাতের অন্ধকারে হাতিদের গতিবিধি জানতে নতুন পদক্ষেপ নিল মেদিনীপুর বন বিভাগ।
উন্নত পর্যবেক্ষণ এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থার জন্য 'থার্মাল ড্রোন প্রযুক্তি' চালু করতে চলেছে মেদিনীপুর বনবিভাগ। ওই ড্রোনের মাধ্যমে কম দৃশ্যমানতা (অন্ধকারে) পরিস্থিতিতে হাতির গতিবিধি ট্র্যাক করা যাবে। যার ফলে গ্রামবাসীদের সময়মত সতর্কতা করা এবং হাতিদের লোকালয়ে প্রবেশ আটকানো যাবে। পাশাপাশি হাতিদের বাসস্থান উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। জঙ্গলের মধ্যে থাকা জলাশয়গুলিকে সংস্কার করা এবং হাতির পছন্দের বিভিন্ন প্রজাতির গাছ ও ঘাস চাষ করা হচ্ছে। মেদিনীপুর বনবিভাগের ডিএফও দীপক এম জানিয়েছেন, হাতি-মানুষের সংঘাত এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে মানুষের জীবনে আঘাত এবং সম্পত্তির ক্ষতি হ্রাস করা যায়। পাশাপাশি হাতিদের সুরক্ষা এবং কর্মীদের নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগগুলি ইতিমধ্যেই বাস্তবে আশাব্যঞ্জক ফলাফল দেখাচ্ছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/01/EEKjJv6qLfoMpS1NUYcG.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us