চৌকিদারের পর "মোদী কা পরিবার"! নির্বাচনী ময়দানে নতুন কৌশল বিজেপির!

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি দলের নতুন স্লোগান হলো "মোদী কা পরিবার।"

author-image
Shroddha Bhattacharyya
New Update
DFGHJK,.

নিজস্ব সংবাদদাতা: চৌকিদারের পর ২৪-এর নির্বাচনে বিজেপির নতুন স্লোগান "মোদী কা পরিবার"। এই স্লোগানেই কি বাড়তি সুবিধা পাবে বিজেপি? গোটা ভারতবাসীকে এক সুতোয় বেঁধে ভোট ময়দানে 'মোদী ম্যাজিক' দেখাতে চাইছে গেরুয়া শিবির।
তেলেঙ্গানার একটি সভামঞ্চ থেকে ভাষণ দেবার সময়ই এই বছরের লোকসভা নির্বাচনের নতুন স্লোগান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চৌকিদার স্লোগানের পর এবার মোদীর নতুন স্লোগান হলো "মোদী কা পরিবার"। এই স্লোগানের পরই, বিজেপি দলের কর্মকর্তারা নিজেদের এক্স হ্যান্ডেলে নামের পাশে স্লোগানটি যুক্ত করতে থাকেন। তবে কী এই নতুন কৌশলেই ভোট কুড়োবার চেষ্টা চালাচ্ছে বিজেপি? লোকসভা ভোটের শেষে এই উত্তর পাওয়া যাবে।

Add 1

cityaddnew

স

Addd 3