ভারতের ভয়ে নাজেহাল পাকিস্তান! আন্তর্জাতিক সীমান্তের বাঙ্কার ফাঁকা করছে পাক সেনারা
ভারতে প্রবেশ করতে পারবে না পাকিস্তানের পতাকা! নতুন করে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার
হাতে নয় ভাতে মারার পরিকল্পনা ভারতের! পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানির ওপর জারি নিষেধাজ্ঞা
সিন্ধু জলের পথ আটকে ভারত কিছু নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেবে পাকিস্তান, ফের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিরাপত্তা বাহিনীর হাতে জঙ্গিদের ব্যবহার করা আল্ট্রা কমিউনিকেশন সিস্টেম! কীভাবে ব্যবহার করেছিল পহেলগাঁও হামলায়
মাধ্যমিকে স্বউজ্জ্বল সৌম্যদীপ, দেওয়া হল শুভেচ্ছা বার্তা
পার্ক থেকে উদ্ধার ঝুলন্ত কিশোরীর দেহ! শহর জুড়ে উত্তেজনা
দিঘার জগন্নাথ মন্দির আর যাই হোক ধাম হতে পারে না! ওড়িশার মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
অবৈধ বালি পাচার, বড় সাফল্য পুলিশের

রাস্তার ওপর রাস্তা, বিতর্ক বনকাটিতে

পিচের রাস্তা তৈরির পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-18 at 15.12.25

File Picture

হরি ঘোষ, কাঁকসা: রাস্তার উপরে রাস্তা বনকাটিতে! ঢালাই রাস্তার উপরেই পিচের রাস্তা তৈরির অভিযোগ পশ্চিম বর্ধমানের, কাঁকসার বনকাটি পঞ্চায়েত এলাকায়। তা নিয়ে বিতর্ক দানা বাঁধলো এলাকায়। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে বিজেপি। 

জানা গিয়েছে, বনকাটি পঞ্চায়েতের জামডোবা থেকে বাগানপাড়া পর্যন্ত একটি পিচের নতুন রাস্তা তৈরি হয়েছে সম্প্রতি। বিজেপির অভিযোগ, ২০২৩ সালে এই রাস্তায় পথশ্রী প্রকল্পের ঢালাই করা রাস্তা তৈরি করা হয়েছিল. সেই রাস্তার উপরেই আবার পিচের রাস্তা তৈরির পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। এক বছর না পেরোতেই ঢালাই রাস্তার উপরে কেন নতুন করে পিচের রাস্তা তৈরি করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

কাঁকসার বিজেপি নেতা রমন শর্মা বলেন, "উন্নয়নের নামে ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়া হচ্ছে আসল উদ্দেশ্য”। 

WhatsApp Image 2025-04-17 at 18.11.49

যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রাজ্য সরকার ধারাবাহিক ভাবে উন্নয়ের কাজ করে চলেছে। সেই মতো বনকাটি পঞ্চায়েত এলাকাতেও পথশ্রীর রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু কোনও কারণে সেই রাস্তার কিছুটা অংশ ভেঙে যায়। তাই এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাটি পিচ দিয়ে পাকা করা হয়েছে। তবে, রাজনীতির বিতর্ক এড়িয়ে, এই রাস্তা পেয়ে এলাকার মানুষ খুব খুশি।