হরি ঘোষ, কাঁকসা: রাস্তার উপরে রাস্তা বনকাটিতে! ঢালাই রাস্তার উপরেই পিচের রাস্তা তৈরির অভিযোগ পশ্চিম বর্ধমানের, কাঁকসার বনকাটি পঞ্চায়েত এলাকায়। তা নিয়ে বিতর্ক দানা বাঁধলো এলাকায়। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে বিজেপি।
জানা গিয়েছে, বনকাটি পঞ্চায়েতের জামডোবা থেকে বাগানপাড়া পর্যন্ত একটি পিচের নতুন রাস্তা তৈরি হয়েছে সম্প্রতি। বিজেপির অভিযোগ, ২০২৩ সালে এই রাস্তায় পথশ্রী প্রকল্পের ঢালাই করা রাস্তা তৈরি করা হয়েছিল. সেই রাস্তার উপরেই আবার পিচের রাস্তা তৈরির পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। এক বছর না পেরোতেই ঢালাই রাস্তার উপরে কেন নতুন করে পিচের রাস্তা তৈরি করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
কাঁকসার বিজেপি নেতা রমন শর্মা বলেন, "উন্নয়নের নামে ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়া হচ্ছে আসল উদ্দেশ্য”।
/anm-bengali/media/media_files/2025/04/18/N6ikjXW05b03V9BUzsNL.jpeg)
যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রাজ্য সরকার ধারাবাহিক ভাবে উন্নয়ের কাজ করে চলেছে। সেই মতো বনকাটি পঞ্চায়েত এলাকাতেও পথশ্রীর রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু কোনও কারণে সেই রাস্তার কিছুটা অংশ ভেঙে যায়। তাই এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাটি পিচ দিয়ে পাকা করা হয়েছে। তবে, রাজনীতির বিতর্ক এড়িয়ে, এই রাস্তা পেয়ে এলাকার মানুষ খুব খুশি।