নিজস্ব সংবাদদাতা : এই সপ্তাহে মকর এবং মীন রাশির জাতক-জাতিকাদের জন্য একদিকে যেমন কিছু শুভ সংবাদ রয়েছে, তেমনই কিছু সতর্কতা ও চ্যালেঞ্জও আসছে। আসুন, বিস্তারিত জানি কী কী ঘটনা ঘটতে পারে।
/anm-bengali/media/post_banners/2bwcpGEb9w1wk1OscV3l.jpg)
মকর রাশি : মকর রাশির জাতক-জাতিকাদের জন্য গবেষণায় সাফল্য আসতে পারে। তবে, দাম্পত্যকলহ ও সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মস্থানে সুনাম হবে এবং হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। ফাটকা বা লটারি থেকে আয় বাড়তে পারে, তবে ব্যবসা নিয়ে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভাল। রাস্তার লোকের সঙ্গে বিবাদে জড়াবেন না। জ্বরজ্বালায় কষ্ট ভোগ করতে হতে পারেন।
/anm-bengali/media/post_banners/MKEjp5doYQYkSez8a392.jpg)
মীন রাশি : মীন রাশির মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার সময় এসেছে। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। ধর্ম নিয়ে আলোচনায় শান্তি পাবেন। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। তবে, অতিরিক্ত ক্রোধের কারণে বিপদ হতে পারে এবং বাতের ব্যথায় কষ্ট পাবেন। সম্পত্তি নিয়ে আইনের সাহায্য নিতে হতে পারে।