তৃণমূল বিধায়কের মুখে কংগ্রেসের সুখ্যাতি!

শুক্রবার ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি এলাকায় শুরু হল নতুন একটি খোলা মুখ খনির কাজ। এদিন এই খনির শুভ উদ্বোধন হলো।

author-image
Pallabi Sanyal
New Update
rr

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : শুক্রবার ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার  পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি এলাকায় শুরু হল নতুন একটি খোলা মুখ খনির কাজ। এদিন এই খনির শুভ উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সমাত্মানন্দ জি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিনের এই অনুষ্ঠানে এসে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, ''কয়লা খনির কাজ শুরু হলে এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে, বাড়বে রুজি-রুটিও । পাশাপাশি এলাকা সমৃদ্ধও হবে।'' তবে বিধায়ক এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেন, ''খোলা মুখ খনির জন্য যে সকল জমি ব্যবহার হয়েছে, তার মধ্যে বহু পাট্টার মালিকানাধীন জমিও রয়েছে ।'' তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাট্টাধারী জমির মালিকদের বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আবেদন জানান । পাশাপাশি বিধায়ক এও জানান, যেভাবে ইসিএল কর্তৃপক্ষ শীঘ্রই মুনাফা অর্জনের জন্য খোলা মুখ খনি তৈরি করে কয়লা উত্তোলন করে মুনাফা লাভ করছে সেটাও ঠিক নয়। তিনি বলেন, ইন্দিরা গান্ধী যখন কোল ইন্ডিয়াকে জাতীয়করণ করেছিলেন, মানুষের কথা ভেবেই জাতীয়করণ হয়েছিল সেই সময় । বর্তমানে কোল ইন্ডিয়া তথা ইসিএল বেনীয়া ব্যবসায়ী হয়ে উঠেছে । বিধায়ক বলেন, যাতে করে ইসিএলকে মানুষের স্বার্থে ব্যবহার করা যায় সেই দিকটা ভেবে দেখা উচিত কোল ইন্ডিয়া তথা ইসিএলের।