New Update
/anm-bengali/media/media_files/2025/07/11/whatsapp-image-2025-07-11-at-182738-2025-07-11-19-24-55.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেনগেট থেকে গাছের চারা রোপণ করতে করতে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে এবার। এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে ডাকবোম সেবা সমিতি।
শুক্রবার সকালে সমিতির সদস্যরা বের হন। বিশ্বম্ভর রাও নামের বিধান নগর সমাজ কল্যাণ ডাকবোম সেবা সমিতির সদস্য বলেন, "আমরা প্রথমে সুলতানগঞ্জে যাব। সেখান থেকে ১১৫ কিলোমিটার পায়ে হেঁটে রওনা দেব দেওঘরের উদ্দেশ্যে। তারপর আমরা যাবো বাস্কিনাথ। আমরা যাওয়ার পথে ৫০টি আম গাছ লাগাবো। ৫ হাজার ভক্তকে দেওয়া হবে শুকনো খাবার"।
/anm-bengali/media/post_attachments/045dbaea-223.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us