New Update
/anm-bengali/media/media_files/L3SfiLUu5kiDLw5QmRdL.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের প্রথম থেকেই যত কাণ্ড ভাঙড়ে। হিংসা, মারামারি, অগ্নিকাণ্ড, মৃত্যু-সবকিছুরই সাক্ষী ভাঙড়। ভোটের মুখে স্বয়ং রাজ্যপাল গিয়েছিলেন পরিস্থিতি পরিদর্শনে। তারপরেও যেন ঘটেনি পরিস্থিতির রদ বদল। ভোট পর্ব মিটলেও শনিবার নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ফের উদ্ধার বোমা। কাশীপুরের কাঁঠালিয়ায় মাঠের মধ্যে ফেলে রাখা ব্যাগ ও ড্রামের মধ্যে থেকে উদ্ধার তাজা বোমা। এদিকে মুর্শিদাবাদে বোমা ফেটে রক্তাক্ত দুই শিশু। গণনার দিন অশান্তি পাকাতেই দুষ্কৃতীরা বোমা রেখে গিয়ছিল বলে দাবি ভাঙড়ের বাসিন্দাদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us