খড়গপুরে আরপিএফ- এর নতুন ডিভিশনাল সিকিউরিটি কমিশনার

কে এলেন এই পদে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-16 at 5.17.36 PM

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুরে রেলওয়ের নতুন ডিভিশনাল সিকিউরিটি কমিশনার নিযুক্ত হলেন প্রকাশ পান্ডা। রবিবারই তিনি প্রথম যোগদান করেছেন। ইতিপূর্বে ডিভিশনের এই পদে অন্য দফতরের আধিকারিকরা অস্থায়ীভাবে দায়িত্ব নিয়ে কাজ চালাতেন। এবার স্থায়ীভাবে পদের আধিকারিক যুক্ত হলেন। যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার সারলেন তিনি। সেখানে-সামনের দিনে কী কী করতে চলেছেন, রেলের ক্ষেত্রে কী কী বিষয়ে তৎপরতা দেখাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেই সাথে রাজ্য সরকার, পুলিশ সকলের সঙ্গে রেলওয়ে আধিকারিকদের যে গ্যাপ খড়গপুরে রয়েছে তা মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হবে বলে প্রথম দিনেই তিনি নিজের লক্ষ্য জানিয়েছেন।

ksecu