পূর্ব মেদিনীপুর : দায়িত্বে এবার নতুন জেলা শাসক

তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছিল পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাজীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরী। এবার দায়িত্বে নতুন জেলা শাসক।

author-image
Pallabi Sanyal
16 Sep 2023 আপডেট করা হয়েছে 17 Sep 2023
ZsA

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :  পূর্ব মেদিনীপুর জেলায় নতুন জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তনবীর আফজল। তাকে স্বাগত জানালেন বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।

scd

 শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে আসেন নতুন জেলাশাসক তানবীর আফজল।  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মুরুকেশন, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শ্বেতা আগারওয়াল, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব অনির্বাণ কোলে। বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী পুষ্পস্তবক দিয়ে সম্বোর্ধনা জানান নতুন জেলা শাসককে, পাশাপাশি অতিরিক্ত জেলাশাসকরা পুষ্প স্তবক দিয়ে নতুন জেলাশাসক তানভীর আফজলকে স্বাগত জানান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজীর বিরুদ্ধে বারে বারে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ করেছিলেন। এখন দেখার বিষয় নতুন জেলাশাসক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় কেমন কাজ করেন।