'লক্ষ্মীর ভাণ্ডার মাথায় থাকে যেন'! শুরু বিতর্ক

পঞ্চায়েত ভোটের আগে আবার এক বিতর্কে জড়াল তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সোজা দেওয়াল লিখন। সরগরম রাজনৈতিক মহল।

author-image
Anusmita Bhattacharya
New Update
la

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা রয়েছে 'লক্ষ্মীর ভাণ্ডার মাথায় থাকে যেন'। পাশে আঁকা রয়েছে তৃণমূলের প্রতীক। কোথাও প্রার্থীর নাম নেই, পঞ্চায়েত নির্বাচনের উল্লেখও নেই। আলোচনায় উঠে এসেছে সিউড়ি ১ ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। 

এলাকায় অন্তত চল্লিশটি দেওয়ালে এমন দেওয়াল লিখন করা হয়েছে বলে তৃণমূলই জানিয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচির মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ তুলে পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিতে বলেন সাধারণ মানুষকে। তাই ওই দেওয়াল লিখন করা হয়েছে বলে জানাচ্ছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এলাকায় তৃণমূলের দেওয়াল লিখনের দায়িত্বে থাকা আইএনটিটিইউসির অঞ্চল সভাপতি আবার জানান যে স্থানীয় মহিলারাই তাঁর কাছে আবদার করেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটি প্রকল্পের নাম দেওয়ালে লেখার জন্য। এই দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক তরজা চরমে।