New Update
/anm-bengali/media/media_files/Wdot1M9ofT67QyIKaMus.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফোরশোর রোডে ক্রমাগত জলকামান ছুঁড়েও আখেরে কোনও লাভ হল না। বাতাসে মিশে গেছে কাঁদানে গ্যাসের ধোঁয়া। কিন্তু কোনও কিছুকে তোয়াক্কা না করে নবান্নের পথে এগিয়ে চলেছে একের পর এক মিছিল। পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সেই ভিড় সামলাতে গিয়ে। গলায় প্রত্যেকের একটাই স্বর ‘জাস্টিস ফর আরজি কর’। পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলেও তাতে মিলছে সাময়িক স্বস্তি। আবার সবার শক্তি বৃদ্ধি করে নবান্নের দিকে এগিয়ে আসছে।
/anm-bengali/media/media_files/OaUYm5Lt9lx7jK4NIaeP.jpg)
/anm-bengali/media/media_files/a0OGi0uBPjvpM0PLoqp5.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us