New Update
/anm-bengali/media/media_files/QPAlwGsiii2oHtUjPWAh.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, নেট-জিরো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ই-মোবিলিটি R&D রোডম্যাপের রিপোর্ট চালু হল।পরিবেশকে রক্ষা করাই মোদী সরকারের অঙ্গীকার।
/anm-bengali/media/media_files/SQkIyXY9vX0VotgixIr0.jpg)
নেট-জিরো মূলত বায়ুমণ্ডল থেকে উৎপন্ন ও অপসারিত গ্রিনহাউস গ্যাসের মধ্যে ভারসাম্য। ভারতের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে নির্গমনের তীব্রতা ৪৫% হ্রাস এবং ২০৪৭ সালের মধ্যে শক্তির স্বাধীনতা অর্জন যাতে ২০৭০ সালের মধ্যে নেট-জিরো প্রতিশ্রুতিতে পৌঁছানো যায়।
নেট-জিরো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ই-মোবিলিটি R&D রোডম্যাপের রিপোর্ট চালু হল।
— BJP West Bengal (@BJP4Bengal) July 18, 2024
পরিবেশকে রক্ষা করাই মোদী সরকারের অঙ্গীকার। pic.twitter.com/WWwinG6oSc
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us