নেট-জিরো লক্ষ্য, পরিবেশকে রক্ষা করাই মোদী সরকারের অঙ্গীকার! বিরাট দাবি বিজেপির

বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, নেট-জিরো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ই-মোবিলিটি R&D রোডম্যাপের রিপোর্ট চালু হল।

author-image
Probha Rani Das
New Update
PM Narendra Modiw1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, নেট-জিরো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ই-মোবিলিটি R&D রোডম্যাপের রিপোর্ট চালু হল।পরিবেশকে রক্ষা করাই মোদী সরকারের অঙ্গীকার। 

Modi

নেট-জিরো মূলত বায়ুমণ্ডল থেকে উৎপন্ন ও অপসারিত গ্রিনহাউস গ্যাসের মধ্যে ভারসাম্য। ভারতের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে নির্গমনের তীব্রতা ৪৫% হ্রাস এবং ২০৪৭ সালের মধ্যে শক্তির স্বাধীনতা অর্জন যাতে ২০৭০ সালের মধ্যে নেট-জিরো প্রতিশ্রুতিতে পৌঁছানো যায়। 

Adddd