সন্দেশখালির ধামাখালি থেকে উদ্ধার প্রায় কয়েক কোটি টাকা

ধামাখালি একটি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের‌। 

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-19 4.25.38 PM

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির ধামাখালি থেকে উদ্ধার প্রায় কয়েক কোটি টাকা, ধামাখালি একটি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের‌। সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি ফেরিঘাট এর কাছে একটি হোটেলের ২০৬ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই টাকা। ডিমের কার্টুনের ভেতরে এই বিপুল পরিমানে টাকা মজুদ করে রাখা ছিল। উদ্ধার হওয়া অধিকাংশ টাকাই ৫০০ টাকার নোট। ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম দেবব্রত চক্রবর্তী, তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায়। অপরজনের নাম সিরাজ উদ্দিন মোল্লা, তার বাড়ি জিবনতলা থানার অন্তর্গত মোটরদীঘি এলাকায়। সন্দেশখালির বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এমন টাকা মজুদ আছে বলে অনুমান পুলিশের। সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। টাকার অঙ্ক আরো বাড়তে পারে বলে দাবি পুলিশের। এই হোটেলটি একসময় সেখ শাহাজাহান ও শিবু হাজরার ছিল। বর্তমানে এই হোটেলটি এখন শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মন্ডল এর। এখন টাকা গোনার কাজ চলছে। তবে টাকাগুলি জাল হতে পারে বলেও জানা যাচ্ছে।