New Update
/anm-bengali/media/media_files/9pYjLB0ceVTRH3Yae8RS.jpg)
NDRF
নিজস্ব সংবাদদাতা : ল্যান্ডফলের সময় এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোচার। তার আগে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচারাভিযান চালাচ্ছে NDRF। পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি ফেরি ঘাট আর বালুঘাটায় সিভিল ডিফেন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সঙ্গে যৌথভাবে প্রচারাভিযান শুরু করেছে NDRF। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। এই আশঙ্কায় ইতিমধ্যেই নিরাপদ স্থানে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এবার ফেরিঘাটে চলছে সতর্কতামূলক প্রচার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us