/anm-bengali/media/media_files/2025/12/05/screenshot-2025-12-05-211737-2025-12-05-21-17-53.png)
নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: বন্যা সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আত্রেয়ী নদীর কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ। শুক্রবারের এই মহড়ায় জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বন দপ্তর সহযোগিতা করে।
বন্যার সময় কীভাবে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে হয় নৌকা ব্যবহার, দড়ি সহায়তা, প্রাথমিক চিকিৎসা এসব হাতে কলমে দেখানো হয়। মূলত বন্যায় কি ভাবে উদ্ধাত কাজ চালায় উদ্ধারকারীরা সেই সব দেখানো হয়৷ যাতে সাধারণ মানুষও বিপদে নিজে সুরক্ষিত থাকতে পারে ও অন্যকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় রাখতে পারে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনডিআরএফের ডেপুটি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার রঞ্জন, জেলা ডিএম অ্যান্ড সিডি অফিসার ইনচার্জ তপন জ্যোতি বিশ্বাস, ডিডিএমও অনিল গুপ্তা ও বনদপ্তরের রেঞ্জার তাপস কুন্ডু সহ জেলা আধিকারিকেরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতি বছর এমন প্রশিক্ষণ মহড়া করা হয় যাতে বিপর্যয়ের সময় কর্মীরা ও সাধারণ মানুষ আরও সচেতন ও প্রস্তুত থাকতে পারেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/05/screenshot-2025-12-05-211724-2025-12-05-21-18-05.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us