পাল্টে গেল পঞ্চায়েতের সমীকরণ, জয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন বিজেপিতে!

ঘাটালে শক্তি বাড়ল বিজেপির।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলকে বড় ধাক্কা দিল বিজেপি। ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে মোটে ২১টি আসন রয়েছে। তার মধ্যে দশটি করে আসন জিতেছিল তৃণমূল ও বিজেপি উভয় পক্ষ। বাকি একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী। এবার সেই নির্দল প্রার্থী কৌশিক জানা যোগ দিলেন বিজেপিতে। সোমবার সন্ধ্যায় ঘাটালের সুলতানপুর এলাকার বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। ফলে নতুন সমীকরণে পঞ্চায়েতের বোর্ড গঠনের দৌড়ে তৃণমূলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল বিজেপি শিবির।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া জয়ী নির্দল প্রার্থী কৌশিক জানা বলেন, "ঘাটাল ব্লক থেকে তৃণমূল কংগ্রেসকে নির্মূল করতে চাই। শুধু বিজেপি নয়, অন্যান্য বিরোধী দলগুলোর কর্মীরাও আজ বঞ্চিত। এই পরিস্থিতি শুধু ঘাটালে নয়, গোটা রাজ্যে একই অবস্থা। বিজেপি হল সাধারণ মানুষের আবেগ। আমারও আবেগ।" মানুষের হয়ে কাজ করার উদ্দেশ্যে তিনি বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি সুলতানপুরের জয়ী নির্দল প্রার্থীর।