/anm-bengali/media/media_files/4aSNwG09LHIZ6yglovl6.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃদুই মহিলাকে নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে উত্তাল মালদার বামনগোলা। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, ‘পশ্চিমবঙ্গের মালদায় আদিবাসী মহিলার উপর যে নির্মম অত্যাচার হয়েছে তা গুরুত্ব দিয়ে দেখা দরকার। পুলিশকে আইপিসি মেনে দোষীদের দ্রুত গ্রেফতার করার জন্য বলা হচ্ছে।’
#WATCH | Delhi: "I am in touch with a team from West Bengal's Malda and according to them nobody knows where the two women are. The medical examination has not been done, there are no arrest warrants issued, and no FIRs have been done. The family members of the women are… pic.twitter.com/XhAIxbi4So
— ANI (@ANI) July 22, 2023
মালদার ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, "আমি পশ্চিমবঙ্গের মালদার একটি দলের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের মতে কেউ জানে না যে এই দুই মহিলা কোথায় আছেন। মেডিকেল পরীক্ষা করা হয়নি, কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি, কোনও এফআইআর করা হয়নি। নারীদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিচ্ছি। আমার টিমও সেখানে যাবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us