Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/sw7Z7CGXlaPzd2EtkK7a.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : আগুনের গ্রাসে মঙ্গলাহাট। মাথায় হাত ব্যবসায়ীদের। এখন একটাই প্রশ্ন ভাবাচ্ছে, নেপথ্যে তৃণমূল? শনিবার মঙ্গলাহাটে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিস্ফোরক দাবি করেছেন তিনি। অভিযুক্ত প্রোমোটার শান্তিরঞ্জন দে-কে এখনও পর্যন্ত গ্রেফতার না করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাকে গ্রেফতার করলেই তৃণমূলের অনেক নেতার নাম জড়িয়ে যাবে ঘটনার সঙ্গে। এমনই দাবি নওশাদের।
ভাঙড়ের বিধায়ক বলেন, মঙ্গলাহাটের ব্যবসায়ীরা তার কাছের মানুষ। যার যেখানে দোকান ছিল, ব্যবসায়ীদের সেখানেই বসতে দেওয়ার দাবি জানান তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us