New Update
/anm-bengali/media/media_files/Vc4txqtQEDZOFyhfeULb.jpg)
জাতীয় মহিলা কমিশন
নিজস্ব সংবাদদাতা : কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ঘটনার যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওতে পুলিশকে নাবালিকার দেহটিকে টেনে হিঁচড়ে, অসংজ্ঞতভাবে নিয়ে যেতে দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। বিষয়টির সত্যতা যাচাই করা সহ ঘটনায় পদক্ষেপের দাবি জানায় কমিশন। কালিয়াগঞ্জের পরিস্থিতি ঠিক কী রকম সে বিষয়েও তিনদিনের মধ্যে রিপোর্ট জানাতে বলা হয়েছে ডিজিপিকে।
National Commission for Women takes cognisance of a video alleging that a minor girl was raped and murdered by a group of men in Uttar Dinajpur's, Kaliaganj, West Bengal. pic.twitter.com/f1hQF42EiV
— ANI (@ANI) April 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us