ধস ও তিস্তার ভয়ানক রূপ, বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক!

দেখুন সেই ভিডিও।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-29 at 6.13.20 PM

নিজস্ব প্রতিনিধি, কালিম্পং: ফের ভয় ধরানো পরিস্থিতি পাহাড়ে। একদিকে ধস, অন্যদিকে নদীর ভয়ঙ্কর রূপ- সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। এদিন সকালে দার্জিলিং জেলার ঘণ্টে গোলাই সংলগ্ন ১০ মাইল এলাকায় ধস নামে। বিশাল পাথর, কাদা ও ধ্বংসস্তূপ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ফলে ইতিমধ্যে বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। 

অন্যদিকে, টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। কালিম্পং জেলার রবি ঝোরা ও আশেপাশের এলাকায় তিস্তার জল গড়িয়ে এসে আছড়ে পড়ছে NH-10-এর উপর দিয়ে। প্রবল স্রোতে রাস্তার একাংশ ডুবে গিয়েছে। এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কই শিলিগুড়ি থেকে সিকিমের সাথে কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগের প্রধান পথ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তিস্তার এমন ভয়াবহ রূপ বহু বছরেও দেখা যায়নি। নদীর ধারে থাকা ঘরবাড়ি, দোকান সহ স্থানীয়রা ঝুঁকির মধ্যে রয়েছে।

জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন প্রবল বৃষ্টি চলবে, ফলে ধস ও জলস্ফীতির আশঙ্কা আরও বাড়ছে। 

Screenshot 2025-07-29 180250