New Update
/anm-bengali/media/media_files/2024/10/21/q5NqNUbn8AUW9yQRJKlF.jpg)
নিজস্ব সংবাদদাতা: অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে বীরভূম পুলিশের উত্তরে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। এর আগে বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক যান জাতীয় মহিলা কমিশনের দফতরে। হাইকোর্টের নির্দেশে এর আগে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন এসপি। সেই হাজিরার পর তদন্ত সংক্রান্ত আরো নথিপত্র চেয়ে পাঠানো হয়েছিল। সেই নথি নিয়ে আজ দিল্লিতে যান বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক। "যিনি পুরোটা জানেন তাকে আসতে বলুন", বলা হয়েছে কমিশনের তরফে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000063703.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us