জাতীয় শিশু দিবসে এগরার স্কুলে উৎসবের আমেজ!

পড়ুয়ারা কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-15 at 19.37.29

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১৪ নভেম্বর, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে স্মরণ করে সারা দেশজুড়ে যেমন জাতীয় শিশু দিবস পালন করা হল, তেমনই এদিন বিশেষ উদ্দীপনা দেখা গেল এগরা ২ ব্লকের দুবদা দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয়েও। সকাল থেকেই বিদ্যালয় চত্বরে শুরু হয় আনন্দ-উৎসব। রঙিন পোশাক পরে, হাসিমুখে স্কুলে আসে ছোট ছোট ছাত্রছাত্রীরা। শ্রেণিকক্ষ থেকে মাঠ – সর্বত্রই যেন উৎসবের আবহ।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা অংশ নেয় নানা আকর্ষণীয় খেলাধুলায়। দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, বেলুন ফাটানো থেকে শুরু করে দলীয় খেলা—প্রতিটি পর্বেই দেখা যায় শিশুদের উচ্ছ্বাস। প্রত্যেক অংশগ্রহণকারীকে উৎসাহ দিতে শিক্ষকরা সারাক্ষণ পাশে থাকেন। কচিকাঁচাদের হাসি, চিৎকার, হাততালিতে স্কুলের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

শুধু খেলাধুলাই নয়, শিশু দিবসের তাৎপর্য বোঝাতে শিক্ষকদের উদ্যোগে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। পড়ুয়ারা কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে। তাদের পারফরম্যান্সে অভিভাবকরাও আনন্দে মুখরিত হন।

WhatsApp Image 2025-11-14 at 12.46.22

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকুমার দুয়ারী জানান, “শিশু দিবস মানেই শিশুদের আনন্দ, তাদের বিকাশ। আমরা চেয়েছি এই দিনটি শুধু উৎসব না হয়ে শিক্ষণীয়ও হোক। ক্লাসরুমের পাঠের বাইরেও খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা—এসবই শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়”। 

উচ্ছল শিশুদের ভরপুর উপস্থিতিতে, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় ও শিক্ষকদের আন্তরিক অংশগ্রহণে দিনভর দুবদা দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয় পরিণত হয় এক আনন্দমুখর উৎসবে। জাতীয় শিশু দিবস এভাবেই হয়ে ওঠে শিশুদের নিজস্ব দিনের এক অনন্য উদযাপন।