নাটেশ্বরী বাজার সার্বজনীন দূর্গোৎসব কমিটির খুঁটিপুজো হয়ে গেল গুরু পূর্ণিমায়

এই পুজো কমিটি বিভিন্ন থিমের চমক দিয়ে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-10 at 20.05.15

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুরু পূর্ণিমায় খুঁটিপুজোর মাধ্যমে মন্ডপের কাজ শুরু করলো জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দূর্গোৎসব কমিটি।

আর হাতে গোনা কয়েকদিন, তারপরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হল পিংলার ১০নং জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দূর্গোৎসবের মন্ডপ তৈরীর কাজ। 

গত কয়েক বছর ধরে এই পুজো কমিটি বিভিন্ন থিমের চমক দিয়ে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। টাইটানিক, কন্যাকুমারী, প্রেম মন্দিরের পর এবার থিম হিসেবে বেছে নিয়েছে কোচবিহারের রাজবাড়ি। উত্তরবঙ্গের ইতিহাস প্রসিদ্ধ কোচবিহারের রাজবাড়ির আদলে তৈরী হবে এবারের দুর্গাপুজোর মন্ডপ। প্রায় ৩৯ লক্ষ টাকার বাজেট এবারের পুজোতে বলে জানান পুজো উদ্যোক্তারা।

শুধু জেলার মানুষ নয়, জেলার বাইরে এমনকি শহর কলকাতা ও ভিন রাজ্য থেকেও গত কয়েক বছর ধরে দর্শনার্থীরা এসে হাজির হচ্ছেন এখানে। এবছর আরোও রেকর্ড ভিড় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।