New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় শেষমেশ জালে মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই খানিকটা সাফল্য পেল পুলিশ। এফআইআর-এ নাম থাকা মোট ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পঞ্চায়েত সদস্য অলোক নাডু ও স্কুল পরিচালন সমিতির সদস্য মানিজুর রহমান।
বৃহস্পতিবার রাতে ২ জনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। আর আজ গ্রেফতার হয় আরও ৩ জন। নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৮। তবে এখনও প্রধান শিক্ষকের কোনও হদিশ মেলেনি। তাঁর খোঁজ চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us