/anm-bengali/media/media_files/qw1bOTYjDAbmm0Z94EUK.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সচেতনতার অভাব,জমিতেই পুড়িয়ে ফেলা হচ্ছে নাড়া,জমির মাটি হারাচ্ছে উর্বরতা শক্তি,আগুনে পুড়ে মৃত্যু ঘটছে বন্ধু পোকার,ধোয়ায় ঢাকছে এলাকা,ছড়াচ্ছে দূষণ।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত।শীতের শুরুতেই জোর তৎপরতা শুরু হয়েছে আলু লাগানোর।চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাধবপুর, রানীগঞ্জ,হাজরা এলাকায় জমিতে পাকা ধান কাটা হচ্ছে হারভেস্টার মেশিন দিয়ে ফলে জমিতে পড়ে থাকছে নাড়া।জমিকে তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য জমির নাড়ার উপর ধরিয়ে দেওয়া হচ্ছে আগুন তাতেই ঘটছে বিপত্তি। একাধিকবার কৃষি দফতর সহ প্রশাসনিক নানান ভাবে প্রচারণা হলেও এখনো কৃষকদের সচেতনতার অভাব রয়েছে।জমিতে নাড়া পোড়ানোর ফলে একদিকে যেমন পরিবেশের বাড়ছে দূষণ অন্যদিকে কৃষকদেরও ক্ষতি হচ্ছে কারণ জমির মাটি পুড়ে তার উর্বরতা শক্তি হারাচ্ছে।
জমিতে নাড়া পোড়ালে কৃষকদের জেল ও জরিমানা দুই হতে পারে। তাও দেদার বিঘার পর বিঘা জমিতে নাড়ায় ধরিয়ে দেওয়া হচ্ছে আগুন।এক কথায় সরকারি দফতরের আরও বেশি প্রচার সচেতন করতে পারে কৃষকদের,কিন্তু আদেও কি সচেতন হবে কৃষকরা,নাকি প্রয়োজন আইন পদক্ষেপ?উঠছে এমনই সব প্রশ্ন।
/anm-bengali/media/post_attachments/c14v3IKgJ00cL0KfhsIp.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us