/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ১৭ বছর আগে জমি আন্দোলন ঘিরে একই ভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। আর গতকাল, ভোটের ৪৮ ঘন্টা আগে একই ছবি ফিরতে দেখা যায়। বিজেপি কর্মীর মায়ের মৃত্যুকে ঘিরে গতকাল এই ভাবেই ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি। কিন্তু ওই বিজেপি কর্মীর অবস্থাও কিন্তু ভালো নয়। তাঁর অবস্থাও সঙ্কটজনক।
আক্রান্ত সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি এসসি মোর্চার অঞ্চল সম্পাদক। তাঁকে গতকালই নন্দীগ্রাম থেকে কলকাতায় স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর মাথায় গভীর ক্ষত রয়েছে। মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। গতকালই একটি অস্ত্রোপচার করা হয় তাঁর। তবে, এখনও অচেতনই রয়েছেন বিজেপি কর্মী। যা জানা যাচ্ছে, আজও একটি অস্ত্রোপচার করা হবে তাঁর। কিন্তু মাথার অস্ত্রোপচার আদপেও সঞ্জয় আড়ি এতো নিতে পারবেন কিনা, তাই ভাবাচ্ছে চিকিৎসকদের।
/anm-bengali/media/media_files/SRxhN8X7zRBc8CAL1uFs.jpeg)
অন্যদিকে, এই ঘটনায় যদি সত্যিই সঞ্জয় আড়ির কিছু হয়ে যায়, সেক্ষেত্রে নন্দীগ্রামের পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us