ইলিশের অপেক্ষা শেষ বাঙালির! ভিডিও দেখলেই খুশি হয়ে যাবেন

ইলিশ ভাপা নাকি ইলিশের পাতলা ঝোল খাবেন এবার?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-17 at 5.32.45 PM

নিজস্ব প্রতিনিধি, নামখানা: দক্ষিণ ২৪ পরগনার নামখানা বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি ফিরলো রূপালী শস্য ইলিশ নিয়ে। এক একটা ইলিশের ওজন প্রায় ৮০০ গ্রাম থেকে ১ কিলো। এক একটি ট্রলার প্রায় ৩০ থেকে ৫০ ক্যারেট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছে। আজ থেকেই খোলা বাজারে বিক্রি হবে ইলিশ মাছ। ফলে এবার ইলিশ পড়বে বাঙালির পাতে।

hilsa1

]