কংগ্রেসের কারণে মন্ত্রীসভা থেকে নাম বাদ!

মন্ত্রীসভার তালিকা থেকে বাদ পড়লো জেএমএম বিধায়ক বৈদ্যনাথ রামের নাম। কংগ্রেসের চাপেই দলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে অভিযোগ বিধায়কের।

author-image
Shroddha Bhattacharyya
New Update
breakinganm

BREAKING NEWS: মন্ত্রীসভার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার বিষয়ে, জেএমএম(JMM) বিধায়ক বৈদ্যনাথ রাম বলেন, "মন্ত্রীসভা থেকে আমার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। আমাকে অসম্মান করা হয়েছে। এই সিদ্ধান্তে আমি খুব হতাশ হয়েছি। কংগ্রেসের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

v

স্ব

স

স