/anm-bengali/media/media_files/2025/09/03/whatsapp-image-2025-09-03-2025-09-03-19-40-27.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এসএসসির অযোগ্য শিক্ষক-শিক্ষিকার তালিকায় নাম রয়েছে চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও রামজীবনপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার। কাউন্সিলর ও তার মেয়ে রামজীবনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আমদান এলাকার স্থায়ী বাসিন্দা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর দাগি বা অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এসএসসির প্রকাশ করা সেই তালিকায় তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম প্রকাশ্যে আসতেই রামজীবনপুর পৌর এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুজিত পাঁজা রামজীবপুর পৌরসভায় বেশ কয়েকবার ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন। এমনই দাপুটে তৃণমুল নেতার মেয়ের নাম এসএসসির দাগি তলিকায় থাকায় অস্বস্তিতে শাসকদল। যদিও এই নিয়ে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি বলেছেন, "আইনি বিষয়। আদালতে মামলা রয়েছে। এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই"।
এসএসসির দাগি তালিকার ১০৭১ সিরিয়াল নম্বরে ৪২২২১৬১০০০০২১১ রোল নম্বরে প্রিয়াঙ্কা পাঁজার নাম রয়েছে। হুগলি জেলার গোঘাট ২ নম্বর ব্লকের তারাহাট সারদাময়ী হাইস্কুলে শিক্ষকতা করতেন প্রিয়াঙ্কা পাঁজা। সুজিতবাবুর পাড়ার মানুষজন এই নিয়ে মুখ খুলতে চাননি। সুজিতবাবু ও তার মেয়ের সম্পর্কে জানতে চাওয়া হলে খালি "আমরা জানি না", "কিছু বলতে পারব না" বলে এড়িয়ে যান তারা। তবে এলাকারই অপর এক বাসিন্দা মোহনচন্দ্র ডোগরা বলেন, "পাড়ার লোকের ভয় রয়েছে তাই কিছু বলার সাহস হচ্ছে না। ওরা বুঝতে পারছে না আপনারা কি জিনিসের জন্য এসেছেন। প্রিয়াঙ্কা পাঁজা স্কুলে চাকরি করত। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে তো কিছু করার নেই"। সুজিত পাঁজা দাবি করেন তার মেয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল এবং মেয়ে যোগ্য। আইনি পথে হাঁটার কথা জানিয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপি সামাজিক মাধ্যমেও প্রচার শুরু করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/03/whatsapp-image-2025-09-03-2025-09-03-19-40-44.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us