/anm-bengali/media/media_files/2025/12/02/whatsapp-image-2025-12-02-2025-12-02-14-46-23.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: ২০০২ এ ভোটার তালিকায় নাম রয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। ২০২৪ লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। অথচ ২০২৫ এর তালিকায় তার নাম থাকলেও নামের পাশে লেখা রয়েছে ডিলিট। আসেনি এসআইআর- এর এনুমারেশন ফর্ম । চরম আতঙ্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৮০নং বুথের রঞ্জিত দে এবং তার স্ত্রী মুন্নি দে।
রঞ্জিত দে বলেন, "আমার বাড়ি রয়েছে ১৪ নং ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে। আমি কর্মসূত্রে দুর্গাপুরের ইস্পাত নগরীতে থাকি। আমি নির্বাচনের সময় ভোটও দিয়েছি। আমার কাছে ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে। ২০২৫- এর লিস্টে দেখছি আমার এবং আমার স্ত্রীর নাম রয়েছে লিস্টে, কিন্তু সেইখানেই লেখা রয়েছে ডিলিট। আমাদের ভয় হচ্ছে। আমাদের নাবালক ছেলেও রয়েছে"। মুন্নি দে বলেন, "মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি। আতঙ্কে রয়েছি আমরা। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকেও বিষয়টি জানিয়েছি। উনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন"। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "রাজ্যের প্রতিটি প্রান্তেই দেখা যাচ্ছে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আমরা তাদের পাশে আছি। একটিও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেই নিয়েই আমাদের লড়াই চলছে। কেন ওদের নাম ডিলিট করে দেওয়া হল সেটাও আমরা জানার চেষ্টা করছি"। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, "কেন দে পরিবারের নাম ডিলিট করা হল আমরা নির্বাচন কমিশনের কাছে জানব। কোনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেজন্যই তো এসআইআর হচ্ছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/02/whatsapp-image-2025-12-02-2025-12-02-14-46-45.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us