মালিকের ফ্ল্যাট থেকে পরিচারকের বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার

চারু মার্কেটে নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য

author-image
Jaita Chowdhury
New Update
Hooghly Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নৃশংস হত্যাকাণ্ড চারু মার্কেটে! মালিকের ফ্ল্যাট থেকে উদ্ধার পরিচারকের বিবস্ত্র, রক্তাক্ত দেহ । স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে খুঁচিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃত আসানসোলের বাসিন্দা অবিনাশ বাউড়ি। দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। কোন আক্রোশ থেকে এমন নৃশংসভাবে খুন? তদন্তে পুলিশ। 

murder n.jpg

জানা গিয়েছে, ফ্ল্যাটে একাধিক সিসি ক্যামেরা থাকলেও, রহস্যজনকভাবে এদিন সবকটিই অকেজো হয়েছিল। শনিবার দুপুরে অবিনাশের সঙ্গে একজন দেখা করতে এসেছিলেন। সেই কি আততায়ী ? হত্যাকাণ্ডের নেপথ্য অন্য কেউ ? চারু মার্কেটে নৃশংস হত্যাকাণ্ডে ঘনীভূত রহস্য।