দিল্লি কাণ্ডের জের, উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের যোগাযোগকারী দুর্গাপুর ব্যারেজে তল্লাশি

কড়া প্রহরা শুরু দেশজুড়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-11 at 2.42.02 PM

হরি ঘোষ, দুর্গাপুর : দিল্লি কাণ্ডের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কাঁকসার অজয় নদের সেতুতে বীরভূম ও পশ্চিম বর্ধমানের যোগাযোগ কেন্দ্রে  কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশের ও অপর দিকে দুর্গাপুরে ব্যারেজে চলছে নাকা চেকিং। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী মূল রাজ্য সড়ক দুর্গাপুর ব্যারেজে কোক ওভেন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের তরফে চলছে নাকা চেকিং। দুই চাকা ও চার চাকা গাড়ি থামিয়ে চলছে এই তল্লাশি। তারপরেই চালককে এগিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে পুলিশ।

WhatsApp Image 2025-11-11 at 2.42.02 PM (1)