নৈহাটির বড়ো মা-র বিসর্জন

নৈহাটির বড়ো মা-র বিসর্জন হল মহা ধুমধামে।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-25 at 7.07.30 PM

NNNN

নিজস্ব সংবাদদাতা : ফুলের সাজে ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বড়ো মা-র বিসর্জন হল নৈহাটির ফেরি ঘাটে। হাজার-হাজার মানুষ ভীড় জমিয়েছিল বড়ো মা-র বিসর্জন দেখতে।

digbijay da add

 উল্লেখ্য নৈহাটির বড়ো মা-র বিসর্জন না হলে নৈহাটির কোনও ঠাকুরই বিসর্জন হয় না।