/anm-bengali/media/media_files/yexFUQVHHjdNBwt4ZW2k.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : দেখতে দেখতে তৃণমূলের নবজোয়ার যাত্রা ৪০তম দিনে এসে উপস্থিত হয়েছে। সোমবার হুগলিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর আড়াইটে নাগাদ জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ডে স্বাগত জানানো হবে অভিষেককে। এরপর বিকেল ৩টে নাগাদ ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি রয়েছে তৃণমূল নেতার। সেখান থেকে বিকেল ৪টে নাগাদ যাবেন চন্ডীতলায়। রয়েছে রোড শো। আর এরপর বিকেল ৫টায় জনসংযোগ কর্মসূচি রয়েছে ঐতিহাসিক সিঙ্গুরে। এর আগে নন্দীগ্রামে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে পদযাত্রা করে নিউ রেকর্ড গড়েছিলেন অভিষেক। এরপর নজরে সিঙ্গুর। সেখান থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে কী বার্তা দেবেন দলের সাধারণ সম্পাদক, সেই অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা।
Programme Schedule for Day 40 of #JonoSanjogYatrapic.twitter.com/NplgmMlImt
— All India Trinamool Congress (@AITCofficial) June 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us