New Update
/anm-bengali/media/media_files/Ea3yL5JoWAPbagqr44dO.jpg)
নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের নবজোয়ার যাত্রার আজ ১৭ তম দিন। অনুব্রত মণ্ডলের গড়েই একাধিক কর্মসূচি রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে এদিনই বীরভূমের কর্মসূচি শেষ হচ্ছে। বৃহস্পতিবার প্রথমে বোলপুর বিধানসভার ইলামবাজারে রোড শো করবেন অভিষেক। তারপর রামনগর ও বোলপুরে রয়েছে জনসংযোগ কর্মসূচি। কঙ্কালিতলা মন্দিরে পুজো দিয়ে রওনা হবেন লাভপুরে। সেখানে জনসভা রয়েছে। আবার নানুরেও জনসংযোগ সেরে করবেন অধিবেশন। নানুরে রাত্রিবাস করে আগামীকাল রওনা হবেন পূর্ব বর্ধমানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us