New Update
/anm-bengali/media/media_files/YrY9VITwZ0GlKnnr9TDp.jpg)
ফাইল ছবি
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : খড়গপুর আইআইটিতে ইন্টার্ন ছাত্রের রহস্য মৃত্যু। সামার ভ্যাকেশনে ইন্টার্নশিপে করতে আসা সূর্য দীপেন জি এস নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। কেরলের তিরুয়ানন্তপুরম এর বাসিন্দা। ২০-২২ দিন ধরে আর. কে হলে ছিলেন। হঠাৎ বুধবার রাতে রুমের মধ্যেই অসুস্থ বোধ করেন। রুমমেটের সহযোগিতায় সূর্য দীপেনকে আইআইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। বয়স মাত্র ২২ বছর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us